এক সপ্তাহে দুইবারের বেশি বুকজ্বালা অনুভব করা, অ্যাসিড রিফ্লাক্সের প্রাথমিক লক্ষণ।

অ্যাসিড রিফ্লাক্সের আরো কিছু কারণ হলো যেমন হেঁচকি ওঠা , মুখে দুর্গন্ধ, খাবার পর বুকে ব্যাথা।

খাদ্যনালীর তলদেশে অবস্থিত পেশী দুর্বল হয়ে পড়লে পাকস্থলিতে থাকা অ্যাসিড গলা অবধি উঠে আসে।

এটির চিকিৎসার ক্ষেত্রে প্রথমে উপসর্গের ব্যাপারে খোঁজ নেওয়া দরকার।

অ্যাসিড রিফ্লাক্স নির্ণয়ের জন্য যে পরীক্ষা গুলি করা যেতে পারে তার মধ্যে উল্লেখযোগ্য হলো Endoscopy, Manometry, ইত্যাদি।

অ্যাসিড রিফ্লাক্স হলে শরীরের অতিরিক্ত ওজন কমানো দরকার।

ধুমপান আর মদ্যপান এড়িয়ে চলা, এবং অল্প অল্প করে খাবার খাওয়া অ্যাসিড রিফ্লাক্স কমানোর অন্যতম একটি উপায়।

পরিস্থিতি যদি খুব বেশি খারাপ হয়ে যায় তাহলে সার্জারি করা ছাড়া কোনো উপায় থাকেনা।